আল বিদায়া ওয়ান নিহায়া – আল্লামা ইবনে কাসীর (র) রচিত একটি সুবিশাল ইতিহাস গ্রন্থ। এই বইয়ে একেবারে সৃষ্টির শুরু থেকে অর্থাৎ আরশ, কুরসী, নভোমন্ডল, ভূমন্ডল, মানুষ-জিন প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা কিয়ামত, পরকাল, জান্নাত, জাহান্নাম প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটি ১৪ টি খন্ডে সমাপ্ত হয়েছে।
আল্লামা ইবনে কাসীর (র) গ্রন্থটিকে তিনটি ভাগে ভাগ করেছেন।
প্রথম ভাগে আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ) -এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা) এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে।
তৃতীয় ভাগে রয়েছে উম্মাহর অশান্তি ও বিপর্যয়ের কারণ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামতসমূহ, হাশর-নশর, জান্নাত-জাহান্নাম ইত্যাদির বিশদ বিবরণ।
ইবনে কাসীর (র) উনার এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইবনে হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।
এ পর্যন্ত গ্রন্থটির প্রথম ১০ টি খন্ড বাংলা অনুবাদ হয়েছে। অন্যান্য খন্ডগুলোও অনুবাদের কাজ চলছে।
যারা বইটি প্রকাশনা, স্ক্যান করার এবং এই পর্যন্ত পেতে যাবতীয় কাজে সময় এবং শ্রম দিয়েছেন আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
প্রথম ১০ খন্ড ডাউলোড করুন
১ম খন্ড | ২য় খন্ড | ৩য় খন্ড | ৪র্থ খন্ড | ৫ম খন্ড
৬ষ্ঠ খন্ড | ৭ম খন্ড | ৮ম খন্ড | ৯ম খন্ড | ১০ম খন্ড
Leave a Reply